সৌম্য ঠিক পথেই আছে : মাশরাফি

২০১৫ সালে ঘরের মাঠে বাংলাদেশের সাফল্যের অন্যতম নায়ক ছিলেন ওপেনার সৌম্য সরকার। তার আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে থেকেই ব্যাটিংয়ে উজ্জ্বলতা ছড়াতে শুরু করেন তিনি। এরপর ধারাবাহিকভাবে দেখিয়েছেন ভালো নৈপুণ্য। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডেতে অসাধারণ দুটি ইনিংস খেলে বেশ নজর কাড়েন তিনি।
সেই সৌম্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাজঘরে ফিরেছেন রানের খাতা না খুলেই। প্রথম ওভারেই আউট হওয়ায় বেশ সমালোচনার মুখেই পড়েছেন বাঁ-হাতি এই ওপেনার। তবে এক ম্যাচে খারাপ খেলার জন্য এত সমালোচনা করার কিছু নেই বলে মন্তব্য করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘আমি বলব সৌম্য এখন ঠিক পথেই আছে। সে চেষ্টা করছে আরো ভালো করতে। হয়তো এই সিরিজের প্রথম ম্যাচে ভালো করেনি। আমি আশাবাদী পরের ম্যাচে সে ভালো কিছু করবে।’
সৌম্য শুরুর দিকে যে সাফল্য পেয়েছিলেন তা প্রত্যাশার চেয়েও বেশি কিছু ছিল বলে মনে করেন মাশরাফি। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সৌম্যের ক্যারিয়ারের শুরুটা ছিল সত্যিই অসাধারণ। আমি বলব তাঁর সেই সময়কার সাফল্য ছিল অপ্রত্যাশিত। একজন ব্যাটসম্যানের কাছ থেকে সবসময় এক রকম পারফরম্যান্স আশা করা যায় না।’
২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া সৌম্য এখন পর্যন্ত খেলেছেন ১৭টি ওয়ানডে। ৪৬.১৩ গড়ে একটি শতক ও চারটি অর্ধশতকসহ করেছেন মোট ৬৯২ রান। সেই সৌম্যই আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে পড়েছেন সমালোচনার মুখে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন