সৌম্য বাদ পড়েছেনঃ মুলে যে কারণটি ছিল

বারবার সুযোগ পাওয়ার পরও জাতীয় দলের হয়ে তেমন কিছু করতে পারেননি সৌম্য সরকার। অবশেষে জাতীয় দল থেকে বাদ পড়লেন তিনি। আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গতকাল বিসিবি ১৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে সেই দলে জায়গা পাননি সৌম্য সরকার।
সৌম্যের বাদ পড়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সৌম্যর ট্যালেন্ট নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু সে যেহেতু ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছে না সুতরাং আমরা তাকে আপাতত দলের বাইরে রাখার চিন্তা করেছি। সে এখনও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আশা করি সে আবার ফর্মে ফিরবে। যেকোনও ফরম্যাটে পারফরম্যান্স সবার আগে। তাকে নিয়ে আমি আশাবাদী। ঘরোয়া ক্রিকেটে অন্যদের চেয়ে ও ভালো করবে।’
আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সিরিজের অন্য দলটি হলো শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন