সৌম্য সরকারকে নাও পেতে পারে বাংলাদেশ!
জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সরকারকে নাও পেতে পারে বাংলাদেশে। পাঁজরে ব্যথা পাওয়ার পর এই ড্যাশিং ওপেনারের খেলা অনিশ্চিত হয়ে গেছে। এ’ দলের সঙ্গে ভারতের পর দক্ষিণ আফ্রিকা সফরেও খুব বেশি কিছু করতে পারেননি সৌম্য। তার পরও কোচ চন্ডিকা হাথুরুসিংহে আস্থা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তার ফর্মের কথা চিন্তা করে। কিন্তু ইনজুরির কারণে তার খেলাই অনিশ্চিত হয়ে গেছে। গতকাল অনুশীলনের সময়ে বাম পাঁজরে ব্যথা পান। আজ বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করিয়েছেন। কিন্তু চিকিৎসকরা তাকে কোনো সুখবর দিতে পারেননি।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, এমআরআই রিপোর্টে সমস্যা ধরা পড়েছে। তবে সৌম্য একবার একটু ব্যাটিং করে দেখতে চাচ্ছে। সেই ব্যাটিংয়ে সমস্যা বোধ না করলে সিরিজটা খেলার ইচ্ছা ছিল সৌম্যর। তবে ব্যাটিংটা তাঁর করার কথা কোচের সামনে।
তবে জানা গেছে, এমআরআই করিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেও আজ আর ব্যাট হাতে নেননি সৌম্য। ধারণা করা হচ্ছে চিকিৎসকদের পরামর্শ শুনেই সৌম্য ব্যাটিং করেননি। চিকিৎসকেরা সৌম্যকে জিম্বাবুয়ে সিরিজটা না-খেলারই পরামর্শ দিয়েছেন। এতে চোটের মাত্রা তখন আরও বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজ তো বটেই, মিস করতে পারেন বিপিএলও।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন