সৌম্য সরকারের আউটে আবারও ছন্দপতন

টার্গেট মোটেও বড় ছিল না। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা মেতে উঠলেন উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে। সর্বশেষ দুটি ম্যাচে দারুণ ব্যাটিং করা বাংলাদেশের ব্যাটিং দেখে সমর্থকদের নিশ্চয়ই মাথায় হাত! তবে এই মহাবিপদে দলের হাল ধরলেন সেই সৌম্য সরকার আর সাকিব আল হাসান।
মনে হচ্ছিল বিপদ কেটে গেছে। চতুর্থ উইকেটে জুটিও হয়ে গেছে ৭৭ রানের। কিন্তু সেই মুহূর্তে সৌম্যের আউটে আবারও ছন্দপতন। দারুণ ব্যাটিংয়ে ৪৪ বলে ৩ চার ১ ছক্কায় ৩৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিলেন তিনি। বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৯। সাকিবের নতুন সঙ্গী তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত।
২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ রানেই গুরুত্বপূর্ণ ৩ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন অনেকদিন পর দলে ফেরা নুয়ান কুলাসেকারা। ৪ রানে ক্যাচ দিয়ে তামিম ইকবালের বিদায়ের পর বাজে শট খেলতে গিয়ে ০ রানে ফিরে যান সাব্বির রহমান। ১ রানের ব্যবধানে এলবিডাব্লিউয়ের শিকার হন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই জোড়া ধাক্কা সামলানোর আগেই এলবিডাব্লিউ মুশফিকুর রহিম (০)! রিভিউ নিয়েও লাভ হয়নি কোনো। এরপরই দলের হাল ধরেন ওপেনার সৌম্য সরকার এবং সাকিব আল হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন