মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌম্য সরকারের নাম বর্ষসেরা ব্যাটসম্যানদের তালিকায়!

ক্যারিয়ার শুরু করেছেন এক বছরও হয়নি, ২০১৪ সালের পহেলা ডিসেম্বর থেকে ওয়ানডে এবং আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে বাংলাদেশ ক্রিকেটের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আবির্ভূত হয়েছেন। তবে এখন পর্যন্ত এক বছর না হলেও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৫ টি, আর তাতেই বর্ষসেরা সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় চলে এসেছেন এই তরুণ তুর্কি। তালিকাটিতে এবিডি ভিলিয়ার্স ছাড়া বাকি সবাই সৌম্যর থেকে বেশি ম্যাচ খেলে এই তালিকায় রয়েছেন।

মাত্র ১৫ ম্যাচ খেলে ৫১.৬৯ গড়ে ৬৭২ রানের মাধ্যমে তিনি সেরা দশে চলে এসেছেন। আরও কিছু ম্যাচ খেললে হয়ত এই টাইগারদের ওপেনারকে দেখা যেত সেরা পাচে, কিন্তু ম্যাচের অভাবে তা সম্ভব না হলেও বলতে হবে বাংলাদেশের জন্য অন্যতম অর্জন এটি। যদিও এর আগে এমন তালিকায় এসেছিলেন বাংলাদেশের আরেক ওপেনার শাহরিয়ার নাফিস, কিন্তু তিনি ম্যাচ খেলেছিলেন ৩০ ম্যাচ এবং রান ছিল ১ হাজারের উপরে।

২০১৫ সালের সেরা দশ জন ব্যাটসম্যানের তালিকায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের প্রাধান্য দেখা গেছে। সেরা দশ জনের মধ্যে সেরা পাঁচ জন কিউই ব্যাটসম্যান, যদিও কিউইদের এখনো আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। কেন উইলিয়ামস ২৪ ম্যাচে সর্বোচ্চ ১২৭১ রান নিয়ে এই শীর্ষে অবস্থান করছেন এবং দ্বিতীয় স্থানে অবস্থান করেছেন সতীর্থ ব্যাটসম্যান মার্টিন গাপটিল ২৭ ম্যাচ খেলে ১১৭৪ রান নিয়ে।

এ বছর হয়তো ম্যাচ না পেয়ে পিছনে পরে যাবেন টাইগারদের ওপেনার সৌম্য সরকার, তবে সামনে পর্যাপ্ত ম্যাচ পেলে বিশ্ব ক্রিকেটকে শাসন করার মতো পর্যাপ্ত যোগ্যতা যে তার মাঝে আছে তা ঘটা করে বলাই যায়। বাংলাদেশী এই তরুণ ওপেনার ইতিমধ্যেই ক্রিকেটের তিন ফর্মেটেই অভিষিক্ত হয়েছেন এবং ওয়ানডে ক্রিকেটে মোট ১৬ ম্যাচে চারটি অর্ধশতক এবং একটি শতকের সাহায্যে ৬৯২ রান তুলতে সমর্থ হয়েছেন।

amar-1

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির