সৌম্য সরকার নিয়ে আবারও টাইগার দল ঘোষণা!
টানা ব্যর্থতার পরও সৌম্য সরকারকে মূল একাদশে রেখেছেন নির্বাচকরা। শেষ দুটি টি২০ ম্যাচের দলে তাকে রাখা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল শুক্রবার সকাল আটটায় মাউন্ট মঙ্গানুইতে হবে সিরিজের দ্বিতীয় টি২০। একই মাঠে তৃতীয় টি২০ হবে ৮ জানুয়ারি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। সরাসরি দেখাবে চ্যানেল নাইন। সৌম্য সরকারের রানখরা নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনাটা অনেক দিন ধরেই।
সেই আলোচনা ধীরে ধীরে রূপ নিচ্ছে সমালোচনায়। প্রায় প্রতি ম্যাচে ব্যর্থ হলেও বারবার সৌম্যকে রাখা হচ্ছে প্রথম একাদশে। কিন্তু কেন- এই প্রশ্ন জোরেসোরেই তুলতে শুরু করেছেন অনেকে।
২০১৫ সালের বিশ্বকাপের পর জিম্বাবুয়ে ও এশিয়া কাপে ব্যর্থ হন বাঁ হাতি এই ব্যাটসম্যান। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে ১৫টি ইনিংসে মাত্র একটি অর্ধশতক। পুরো টুর্নামেন্টে সৌম্য করেন ৩৪৯ রান। ব্যাটিং গড় মাত্র ২৩.২৭!
তারপরও আফগানিস্তান সিরিজে দলে রাখা হয় তাকে। তিন ম্যাচে সৌম্য করেন ৩১ রান! এবারের বিপিএলের ১২ ম্যাচে করেন ১৩৫ রান। তারপরও তাকে নিউজিল্যান্ড সফরে সুযোগ দেওয়া হয়। অথচ দলের বাইরে কিন্তু রয়েছেন মিরাজের মতো অলরাউন্ডার।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শুভাগত হোম, শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













