সৌম্য-সাব্বিরের তাণ্ডবের পর দুর্দান্ত মোসাদ্দেক
ওয়ানডে সিরিজ উপলক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে পাহাড়সম লক্ষ্যে পৌঁছতে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। এরপর শুরু হয় সৌম্য সরকার আর সাব্বির রহমানের ব্যাটিং তাণ্ডব। এই দুজন আউট হওয়ার পর মুশফিকও আউট হয়ে যান। এরপর দলের হাল ধরেন কলম্বো টেস্টে চমক দেখানো তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন আর মাহমুদ উল্লাহ রিয়াদ। কিন্তু তাদের হারিয়ে এখন বেশ চাপে আছে সফরকারীরা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ।
তামিম ইকবাল প্রস্ততি ম্যাচে না খেলায় সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস। প্রথম বলেই ইমরুল আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট ১১৬ রানের জুটি গড়েন সৌম্য আর সাব্বির। সৌম্য ৪৩ বলে ৫ বাউন্ডারি আর ২ দারুণ ওভার বাউন্ডারিতে ৪৭ রান করে কট বিহাইন্ড হয়ে যান। তবে এরপর বেশ কিছুক্ষণ ক্রিজে ছিলেন সাব্বির। শেষ পর্যন্ত ৬৩ বলে ১১ চার এবং ১ ছক্কায় ৭২ রান করে প্যাভিলিয়নে ফিরেন।
সাব্বিরের বিদায়ের পর দ্রুত ফিরে যান মুশফিকুর রহিমও। তিনি ২৩ বলে ২ বাউন্ডারিতে ২০ রান করেন। ৫ নম্বরে ব্যাট করতে নেমে দারুণ খেলেছেন তরুণ মোসাদ্দেক হোসেন। তবে ৪ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি করার পর ৫৩ রানে প্যাভিলিয়েন ফিরতে হয় তাকে। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে এখন কেবল মাহমুদ উল্লাহ রিয়াদ আছেন। তিনি ২২ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী হয়েছেন শুভাগত হোম। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৩৬.২ ওভারে ৫ উইকেটে ২২৩। জয়ের জন্য ১৩.৪ ওভারে আরও ১৩২ রান করতে হবে টাইগার একাদশকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন