সৌরভকে কেন পছন্দ করতেন না ধোনি? জেনে নিন তা।
প্রকাশ্যে সৌরভের সমালোচনা কোনওদিনই করেননি ধোনি। কিন্তু শোনা যায়, নির্বাচকদের সামনে মহারাজ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করতেন। ওয়ান-ডে দলে সৌরভকে না-নেওয়ার জন্য নির্বাচকদের সামনে নাকি একাধিক যুক্তি পেশ করতেন ভারতের সফলতম অধিনায়ক ধোনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন পছন্দ করতেন না মহেন্দ্র সিংহ ধোনি? ‘রাঁচির রাজপুত্র’ সম্পর্কে গোটা ভারত বলে থাকে, সিনিয়রদের দলে রাখতে চাননি তিনি। ধোনির সময়তেই একে একে সৌরভ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সচিন তেন্ডুলকররা অবসর নিয়ে ফেলেন। ভারতীয় ক্রিকেটে আসে নতুন যুগ। উঠে আসেন নতুন তারকারা।
কিন্তু সৌরভকে পছন্দ না-করার কারণ কী হতে পারে? প্রকাশ্যে সৌরভের সমালোচনা কোনওদিনই করেননি ধোনি। কিন্তু শোনা যায়, নির্বাচকদের সামনে মহারাজ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করতেন। ওয়ান-ডে দলে সৌরভকে না-নেওয়ার জন্য নির্বাচকদের সামনে নাকি একাধিক যুক্তি পেশ করতেন ভারতের সফলতম অধিনায়ক ধোনি।
সেই কারণগুলো কি জানেন? নির্বাচকরাও ধোনির যুক্তিকে মেনে নিতেন। হাজার হোক, অধিনায়ক বলে কথা। ওয়ানডের জন্য ধোনি যা দল চাইছেন, তা তো দিতেই হবে। ধোনির বক্তব্যকে তো গুরুত্ব দিতেই হবে।
নির্বাচকদের সামনে সৌরভ সম্পর্কে ধোনি যা বলতেন,
১) সৌরভের ফিল্ডিং খারাপ। ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষ সৌরভের উপরে চাপপ্রয়োগ করতেই পারে।
২) রানিং বিটুইন দ্য উইকেটসও খারাপ।
৩) স্ট্রাইক রোটেট করেন না।
৪) চল্লিশ ওভারের পর আউটফিল্ডে সৌরভকে খুবই ক্লান্ত দেখায়। দুর্বল হয়ে পড়ে।
৫) বয়স হয়ে গিয়েছে।
তবে এ সবই জল্পনা আর গুজব হিসেবে ভারতীয় ক্রিকেটেকর হাওয়ায় ভাসে। এর সত্যতা যাচাই প্রায় অসম্ভব। বারবার ধোনিকে বলতে শোনা গিয়েছে, সৌরভের মতো প্রতিভা চল্লিশ বছর বয়স পর্যন্ত খেলে দিতেই পারে। প্রকাশ্যে সৌরভও ধোনির প্রশংসা করেন। ফলে, সত্য-মিথ্যার বিচার না-করাই ভাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন