সৌরভকে গুলি: হাইকোর্টে আ’লীগ এমপির জামিন আবেদন
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট আগাম জামিনের আবেদন করেছেন সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।
হাইকোটের স্ংশ্লিষ্ট শাখায় রোববার লিটনের পক্ষে আবেদনটি করেন আইনজীবী এস এম আরিফুল ইসলাম। আগামীকাল এ আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত ২ অক্টোবর মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে নয় বছর বয়সী সৌরভ মিয়া (৯) নামে এক শিশু আহত হয়। ওই ঘটনায় মামলার পর থেকে অপ্রকাশ্যে রয়েছেন লিটন। তাকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে নানা কর্মসূচি পালিত হচ্ছে গাইবান্ধাবাসী।
আহত সৌরভ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণের সাজু মিয়ার ছেলে। সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা যায়, ২ অক্টোবর শুক্রবার ভোর ৬টার দিকে নিজের গাড়িতে করে সুন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গায় বাড়ি ফেরার পথে উপজেলা শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় কালাইয়ের ব্রিজের কাছে গাড়ি থামান এমপি লিটন। সেখানে এক নারীকে তিনি গাড়ির কাছে ডাকলে ওই নারী ভয়ে দৌঁড়ে চলে যান।
পরে তিনি রাস্তায় আরেকজনকে দেখে গাড়িতে উঠতে বলেন কিন্তু ওই ব্যক্তিও সরে যাওয়ায় এমপি লিটন ক্ষিপ্ত হয়ে তার দিকে গুলি ছোড়েন। এ সময় রাস্তায় থাকা সৌরভের দুই পায়ে গুলি লাগে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন