স্কাইপির মাধ্যমে ভাগ্নের বিয়েতে অংশ নেবেন দাউদ ইব্রাহিম

ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরতে নাকাল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। কিন্তু বুধবার ভাগ্নে আলি শাহ পারকারের বিয়েতে স্কাইপির মাধ্যমে অংশ নেবেন তিনি।
স্কাইপিতে ভাগ্নের বিয়ের অনুষ্ঠান পর্যবেক্ষণ করবেন তিনি। দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলি শাহ পারকারের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মুম্বাইয়ের রসুল মসজিদে। ছোট বোন হাসিনার একমাত্র ছেলে আলি শাহর বিয়ের অনুষ্ঠানে সঠিকভাবে নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
বিয়ের রীতি সম্পন্ন হওয়ার পর, আগামীকাল বিকেলে জুহুর টিউলিপ স্টার হোটেলে রিসেপশনের আয়োজন করা হয়েছে৷ দাউদের ভাই, বোন এবং পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পেশায় নির্মাণ ব্যবসায়ী আলি শাহ মুম্বাইয়ের মেমন গোষ্ঠীর মেয়ে আয়েশা নাগানিকে বিয়ে করছেন।
মুম্বাইয়ের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, বিয়ের অনুষ্ঠানে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের কোনো সহযোগী আসেন কিনা সেবিষয়ে নজর রাখবে এক ডজনেরও বেশি পুলিশ সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন