স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, চাপাতিসহ দুই যুবক আটক
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গফরগাঁও-হোসেনপুর সড়কের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী সকাল ১০টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। এসময় পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সুমন ও জাকির ও কিশোরগঞ্জ উপজেলার চৌদ্দশত গ্রামের মিন্টু ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে। এক পর্যায়ে তাকে শ্লীলতাহানি করে তিন যুবক। এসময় ওই ছাত্রীর চিৎকারে বখাটেরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিনজনকে ঘেরাও করে। পরে তাদের সঙ্গে থাকা চাপাতি দিয়ে স্থানীয়দের ভয় দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলে ব্রহ্মপুত্র নদে ঝাঁপিয়ে পড়ে তারা। এসময় সুমন ও মিন্টুকে চাপাতিসহ আটক করলেও অপর বখাটে জাকির পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক দুইজনকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া বলেন, ‘আটক দুই বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন