স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের দুই দিন পর
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্র ইমন হোসেনের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে কালিয়াকৈরের পানিশাইল এলাকায় বিলে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে। ইমন হোসেন কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে কারল সুরিরচালা এলাকার দারোগা আলীর ছেলে।
ইমনের চাচাতো ভাই দুলাল হোসেন জানান, নিখোঁজেরস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কালিয়াকৈরের পানিশাইল এলাকার বিলে সকালে ইমনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহতের স্বজনদের খবর দেয়। তার এসে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, গত সোমবার ইমনরা ১৬ বন্ধু মিলে সুরিরচালা এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পিকনিক যাচ্ছিল। পথে বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা এলাকায় ইমন নৌকার পেছন দিক থেকে তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে তার বন্ধুরা, খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা গত দুই দিন ওই নদীতে ইমনকে খোঁজাখুঁজি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন