স্কুলের পাশে তিন ছাত্রকে কোপাল দুর্বৃত্তরা

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার ব্যাংক কলোনি এলাকায় একটি স্কুলের পাশে তিন ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
কোপে আহত তিনজন সাভারের ব্যাংক কলোনি এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্র। তারা হলো রিফাত (১৫), সাব্বির (১৫) ও সাদমান আলম রিসাদ (১৫)। তাদের বাড়ি সাভারের বিভিন্ন এলাকায়।
আহত তিনজনের মধ্যে রিফাতকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সাব্বির ও রিসাদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাসেড স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের ঘটনায় তালবাগ এলাকার মঞ্জু নামের এক যুবকের সঙ্গে বিরোধ চলছিল উল্লিখিত তিন ছাত্রের। আজ সকালে ওই তিন ছাত্র স্কুলের পাশে একটি ভবনের সিঁড়িতে বসেছিল। এ সময় মঞ্জুর ভাড়াটে শোয়েব, নোমান, রিজু ও সাব্বির ওই তিনজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পরে তাদের কুপিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা ও তিনটি মুঠোফোন লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন আহত তিনজনকে হাসপাতালে নেয়।
এ ঘটনার পর থেকে মঞ্জু নামের ওই যুবক পলাতক। ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সকালে সাভারের নামাবাজার এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মুসা মোল্লা (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর নতুন নগর এলাকায় স্থানীয় ট্রান্সফারমার কোম্পানি টেকনো ভেনচার লিমিটেডের শ্রমিক দেলোয়ার হোসেনকে (২৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন