স্কুলের বিতরে ডুকে ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ: যশোরে
শ্রেণিকক্ষে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করেছে একই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র। আজ বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বাইকোলা গ্রামের বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এসিডে দগ্ধ ছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১৩)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও সুমাইয়ার বাবা মিলন উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামীম ইসলাম বল্টু মিয়া তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি বল্টুর অভিভাবককে জানালে বল্টু উল্টো তাঁর পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেয়।
আজ বুধবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলার সময় বল্টু আকস্মিক শ্রেণিকক্ষে ঢুকে সুমাইয়ার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে সুমাইয়াকে উদ্ধার করে প্রথমে বাগাআচড়া বাজারে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এসিড নিক্ষেপকারী শামীমকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। বাইকোলা গ্রামে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন