শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুল-কলেজে দেয়া দোয়েল ল্যাপটপে নানা ত্রুটি

খুলনায় সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া ‘দোয়েল’ ল্যাপটপে ত্রুটি দেখা দিয়েছে। গত এক বছরে এ ধরনের ত্রুটিপূর্ণ প্রায় ৪শ’ ল্যাপটপ মেরামত করা হয়েছে। তবে সংস্থাটির খুলনা সার্ভিসিং পয়েন্টে বর্তমানে যন্ত্রাংশের অভাবে ত্রুটিপূর্ণ ল্যাপটপ মেরামত করা সম্ভব হচ্ছে না।

শিক্ষকরা জানিয়েছেন, ল্যাপটপের সমস্যা লিখে রেখে তাদের ৬ থেকে ৭ মাস পরে যোগাযোগ করতে বলা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার মাল্টিডিমিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনার জন্য ২০১১ সাল থেকে জেলার ১০৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ‘দোয়েল-১৬১২ আইও’ ল্যাপটপ দেয়। কিন্তু ব্যবহারের কিছুদিনের মধ্যেই এগুলোর মাদারবোর্ড, র‌্যাম, হার্ড ডিক্স ও প্রসেসরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

সার্ভিসিং পয়েন্টের তথ্য অনুযায়ী, গত আগস্টে এখানে ৬০টি, সেপ্টেম্বরে ৩১টি ও অক্টোবরে ২৮টি ত্রুটিপূর্ণ ল্যাপটপ মেরামতের জন্য দেয়া হয়েছে। কিন্তু আগেই জমা নেয়া ল্যাপটপ মেরামতের কাজ এখনো চলমান থাকায় অনেককে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে। খুলনা মহানগরীর বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক লিয়াকত হোসেন জানান, স্কুলের ল্যাপটপের মাদার বোর্ডে সমস্যা দেখা দিলে গত আগস্টে তিনি সার্ভিসিং পয়েন্টে যোগাযোগ করেছিলেন। কিন্তু যন্ত্রাংশের সরবরাহ কম থাকায় ৬ মাসেও তার ল্যাপটপটি মেরামত করা সম্ভব না বলে জানানো হয়েছে।

তিনি লিখিতভাবে বিষয়টি জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় একই অবস্থা মহানগরীর জিয়া মাধ্যমিক স্কুল, বয়রা মাধ্যমিক স্কুল ও টেক্সটাইল মিল স্কুলসহ আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের। ফুলতলা মিলিটারি স্কুলের ল্যাপটপের কি বোর্ড নষ্ট হয়ে গেছে অনেকদিন। কিন্তু ওয়ারেন্টি থাকায় তারা বাইরে থেকে এটি মেরামতও করতে পারেননি।

খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নিখিল কুমার রায় বলেন, এ অবস্থা চলতে থাকলে সরকার যে উদ্দেশে এই প্রক্রিয়া শুরু করেছিল তা ব্যর্থ হবে। সংস্থাটির খুলনার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ত্রুটিপূর্ণ ল্যাপটপের সংখ্যা বেশি হওয়ায় এখন আর এগুলো জমা নেয়া হয় না। চাহিদামতো যন্ত্রাংশ পাওয়ার পর ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে খবর দিয়ে ল্যাপটপগুলো মেরামত করে দেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন

  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *