‘স্কুল খুলে দেয়া হোক, আমরা পড়তে চাই’

‘আমরা পড়তে চাই, স্কুলটি খুলে দিন, আমরা ঝড়ে যেতে চাই না’-এ কথাগুলো শৈলকুপার ছয় নং সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর ব্রাক স্কুলের শিক্ষার্থীদের। গত মাসে স্কুলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। লাভলী নামে পঞ্চম শেণির এক শিক্ষার্থীর কীটনাশক পানের পর স্কুলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আলামিন নামে এক শিক্ষার্থীর মা মমতাজ বেগম বলেন, স্কুলের মুক্তি ম্যাডাম স্কুল টাইমের পরেও পড়াত। যে কারণে আমার ছেলেটি অনেক ভালো ছাত্র হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। লতা রাণি নামে এক অভিভাবক জানান, মেয়ের ভবিষৎ নিয়ে খুব চিন্তায় আছেন।
পুষ্প রানি বলেন, স্কুলটি দ্রুত চালুর ব্যবস্থা করা দরকার। ‘ম্যাডাম অনেক সুন্দর পড়াত, কিন্ত স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমার পড়া বন্ধ হয়ে গেছে’- ঠিক একই রকম কথা জানাচ্ছে স্কুলের ৩৩ জন শিক্ষার্থী।
বিষ পানকারী ছাত্রী লাভলীর মা লাইলী বেগম সাংবাদিকদের জানান, আমি দঃুখিত এর জন্য যে আমার মেয়ে ব্রাক স্কুলে যেত চাইত না, আমি জোর করায় সে বিষ পান করে। ম্যডামের কোনো দোষ নেই। স্কুলটি চালু হোক সকলে পড়ার সুযোগ পাক।
স্কুলের সভাপতি মুকাদ্দেস হোসেন জানান, ৫ম শেণির এই শিক্ষার্থীরা এ সময় পড়তে না পারলে ঝড়ে পড়বে। তাই দ্রুত ব্রাক স্কুল কর্তৃপক্ষ এটি চালুর ব্যবস্থা করবে এটাই আমাদের প্রত্যাশা।
এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন