স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বৃহস্পতিবার দিবাগত রাতে এক স্কুল ছাত্রীর বাবা আইন উদ্দিনকে (৪৫) শ্বাসরোধ করে হত্যা করেছে বখাটেরা। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মুক্তাগাছা পৌর এলাকার সৈয়দপাড়া গ্রামের দিনমজুর আইন উদ্দিনের পঞ্চম শ্রেণিতে পড়–য়া শিশুকন্যাকে একই এলাকার গেন্দু মিয়ার পুত্র কাতু (২৬) এবং তার সহযোগি দিপু, তাহের, রাকিব, আশু ও লাল মিয়া প্রায়ই উত্যক্ত করতো। বৃহস্পতিবার আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বখাটেরা বাবা, মা ও মেয়েসহ পরিবারের কয়েকজনকে পথে আটকিয়ে মারধর করে।
এরপর ভীতসন্ত্রস্ত বাবা মেয়েকে আত্মীয়ের বাড়িতে রেখে রাতে নিজবাড়ি ফেরার পথে ওই বখাটেরা তার গলায় দড়ি পেচিঁয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। শুক্রবার সকালে পুলিশ বাড়ির পাশ থেকে আইনউদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মুহাম্মদ ফজলুল করিম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন