স্টার জলসার মেমবউ কি এবার ‘ভূতবউ’, কী বলছে আয়না
 
            
			বেশ কিছুদিন ধরেই আঁচ করছিলেন দর্শকরা যে বড়সড় কিছু একটা ঘটতে চলেছে। ধারাবাহিকের গল্পের গতিপ্রকৃতি তো সেই ইঙ্গিত দিচ্ছিলই, ভাবনার আগুনে ঘি ঢালল এই সিরিয়ালের সাম্প্রতিক ব্রেক কার্ড।
টিআরপি তালিকায় শেষের দিক থেকে প্রথম হওয়ার পরে আবারও ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে স্টার জলসা-র ‘মেমবউ’। ইতিমধ্যেই এসেছেন নতুন নায়িকা। শুরু হয়েছে সমান্তরাল প্রেমের ট্র্যাক। এমনিতেই দুই বউ ছাড়া বাংলা সিরিয়াল হয় না বলে একটি খিল্লি প্রচলিত রয়েছে দর্শকদের মধ্যে। আপাতত সেই টিপিক্যাল ট্রেন্ড দিয়েই নতুন ট্রেন্ডসেটিং করার চেষ্টায় এই ধারাবাহিক।
বেশ কিছুদিন ধরেই আঁচ করছিলেন দর্শকরা যে বড়সড় কিছু একটা ঘটতে চলেছে। ধারাবাহিকের গল্পের গতিপ্রকৃতি তো সেই ইঙ্গিত দিচ্ছিলই, ভাবনার আগুনে ঘি ঢালল এই সিরিয়ালের সাম্প্রতিক ব্রেক কার্ড। সেখানে দেখা গেল একটি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে ‘মেমবউ’ ক্যারল এবং কৌস্তভ। তার পরেই ঘটে যায় সেই গায়ে কাঁটা দেওয়া ঘটনা!
আয়নায় মেমবউ-এর প্রতিবিম্বের চোখ ক্রমশ ‘মণিহীন’ হয়ে ওঠে! কী আশ্চর্য, এমন চোখ তো ভারতীয় ছবিতে ভূতের চোখ হিসেবে পরিচিত। তবে কি মেমবউ এবার ‘ভূতবউ’? বিষয়টা নিয়ে তলিয়ে ভাবতেই হল! আয়নায় মেমবউ-এর ভূতুড়ে চোখ আর গতকাল অর্থাৎ ১ এপ্রিলের এপিসোডে মেমবউ খুন— দুয়ে-দুয়ে চার কিন্তু হয়েই যাচ্ছে! তবে কি এবার ‘বধূবরণ’-এর ঝিলমিলের মতো মেমবউ-এর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াবে আর ধারাবাহিকের নতুন নায়িকার ‘জিনা হারাম’ করে ছাড়বে?
তার চেয়েও বড় প্রশ্ন, স্টার জলসা-য় বিকেল পাঁচটার স্লট থেকে রাত সাড়ে এগারোটার স্লটে ধারাবাহিকটি স্থানান্তরিত হওয়ার পরেই কি কাহিনিকারের মাথায় এই ‘ভূতুড়ে’ আইডিয়াটি এল? মেমবউ-কে এমনি দেখলেই একটু গা ছমছম করে, এবার ‘ভূত’ হলে যে দর্শকদের কী হাল হবে কে জানে!
এই সংক্রান্ত আরো সংবাদ
 
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
 
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
 
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













