স্টার জলসা, জি বাংলা ও স্টার প্লাসের দর্শক বাংলাদেশেই বেশি

স্টার জলসা, জি বাংলা ও স্টার প্লাসের দর্শক সংখ্যার একটা বড় অংশই বাংলাদেশি। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সরকার এই চ্যানেল ৩টি বন্ধ করতে পারে এমন খবরে শঙ্কিত কলকাতার টিভি চ্যানেলগুলো।
গুলশানে জঙ্গি হামলার হামলার পর বাংলাদেশে বন্ধ করা হয়েছে পিস টিভির সম্প্রচার। এবার সবচেয়ে জনপ্রিয় তিন ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি টিভি ও স্টার প্লাসের সম্প্রচার বন্ধ জন্য অনেক মহল থেকে জোরালো আবেদন উঠেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তিন ভারতীয় চ্যানেল বন্ধের দাবিতে আওয়াজ উঠেছে। স্টার প্লাস, জি টিভি ও স্টার জলসায় যে ধরনের অনুষ্ঠান দেখানো হয়, তা দেশের সামাজিক অবক্ষয়ে বড় ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই।
এর আগে তথ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছিল যে কেউ যদি ওই চ্যানেলগুলো বন্ধের আবেদন করে তবে সরকার সেটি বিবেচনা করবে। তথ্য সচিব মরতুজা আহমদ বলেন,’সম্প্রতি স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাসের মতো ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের যে দাবি উঠেছে তা আমরাও দেখেছি। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে কথাও হয়েছে।’
এদিকে চ্যানেলগুলোর একটা বড় অংশ বাংলাদেশি দর্শক হওয়ায় ওপার বাংলার টেলিভিশন কর্তৃপক্ষ বেশ চিন্তিত হয়ে পড়েছে। কেন না এদেশে ওইসব চ্যানেল বন্ধ হলে তা কলকাতায় বেশ ভালোভাবেই প্রভাব পড়বে বলে কলকাতার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন