স্টোকসের মাকে ব্রাফেটের সান্ত্বনা

মাত্র চারটি বল যেন বিভীষিকায় পরিণত হয়েছে বেন স্টোকসের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাতছোঁয়া দূরত্বে থাকা শিরোপাটা যে হাতছাড়া হয়েছে ওই চারটি বলের জন্যই। টানা চার বলে চারটি ছক্কা খেয়ে অনেকেরই হাসির পাত্র হয়েছেন ইংল্যান্ডের এই ডানহাতি পেসার। তবে যাঁর কারণে এই চরম দুরবস্থা, সেই কার্লোস ব্রাফেট কিন্তু সমবেদনাই জানিয়েছেন স্টোকসকে। শুধু স্টোকসই না, তাঁর মা ডেব্রাকেও সান্ত্বনা দিয়েছেন ব্রাফেট।
স্টোকসের মা ডেব্রা সম্প্রতি আলোচনায় এসেছিলেন নিউজিল্যান্ডের দুই রেডিও উপস্থাপককে বিপাকে ফেলে। ছেলেকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে দেখে খুবই ক্ষেপে গিয়েছিলেন ডেব্রা। ফোন করে জানতে চেয়েছিলেন যে, কেন এটা করা হচ্ছে? অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তা জানার পর আবার অভিযোগ জানিয়েছিলেন রেডিও কর্তৃপক্ষের কাছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একদিনের জন্য সাসপেন্ডও করা হয়েছিল দুই উপস্থাপককে।
ছেলেকে এভাবে দুর্বিসহ অবস্থার মধ্যে পড়তে দেখে তাঁর মায়ের যে কতটা খারাপ লেগেছে সেটা ঠিকই অনুভব করেছেন ব্রাফেট। সান্ত্বনা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি তাঁকে বলতে চাই, আপনার মাথা উঁচুই রাখুন। আপনার ছেলে সত্যিই যেতে থাকবে কিংবদন্তিদের কাতারে। আর পুরো ওয়েস্ট ইন্ডিজ আছে আপনার সমর্থনে।’
ছেলের জন্য ভবিষ্যতে যে অনেক গর্বও করতে পারবেন -সেই শুভকামনাও জানিয়েছেন ব্রাফেট, ‘ভবিষ্যতে এমন অনেক মুহূর্ত আসবে যা নিয়ে গর্ব করতে পারবেন বেনের (স্টোকস) মা। আমি আশা করছি, তিনি সেগুলো উপভোগ করবেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান। ম্যাচটা ইংল্যান্ড জিতবে, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু প্রথম চার বলে চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্যভাবে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন ব্রাফেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন