স্ট্যাটাস জানে মনের গোপন কথাটি
মনে জমেছে কালো মেঘ কিংবা মন আজ আনন্দে আত্মহারা, সব জানে ভার্চুয়াল-পাড়া! এখানে চোখ রাখলেন খোঁজ নেওয়া যাবে মানুষের। ছোট থেকে বড়, সবাই এখন মেতেছেন সোশ্যাল মিডিয়াতে। মন খারাপ হোক বা খুশিতে মাতোয়ারা। বাড়িতে থাকি ঘুরতে বাড়িয়েছেন! কোথায় খাচ্ছেন! কার সঙ্গে! সব খবর পুঙ্খানুপুঙ্খ ভাবে রয়েছে সাইবার দুনিয়ায়। আপনার ব্যাপারে, আপনার পরিচিতরা জানতে পারবে শুধু একটি ক্লিকের মাধ্যমে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, আপনার করা পোস্টগুলি আপনার সম্বন্ধে ঠিক কি বলছে। গবেষকরা বলছে মানুষ চিনতে তাঁদের প্রোফাইলের স্ট্যাটাসই যথেষ্ট। ফ্লোরিডা আ্যটলান্টিক বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি নতুন রিসার্চে উঠে এসেছে এমনই এক তথ্য।
এই গবেষণায় দাবি করা হচ্ছে, ” স্ট্যাটাস দেখে মানুষের মানসিক গঠন বোঝা সম্ভব। প্রায় ২০ মিলিয়ন ট্যুইট খুঁতিয়ে দেখা হয়েছে এই রিসার্চে। গবেষকেরা জানিয়েছে যে সাধারণত আমরা যা অনুভব করি সেটাকেই ট্যুইট কিংবা স্ট্যাটাস লিখি। রিসার্চ অনুযায়ী যদি কেউ কর্মসূত্রে বিশেষ কোনও পরিস্থিতিতে থাকে তাহলে বেশির ভাগ সময় তারা ‘ওয়ার্ক’ বা ‘জব’ জাতীয় শব্দ ব্যবহার করে। আবার কেউ যদি কোন অসুবিধেজনক অবস্থায় থাকে, তাহলে তাদের স্ট্যাটাসের মধ্যে ‘ভগবানের দিব্যি’র মতো শব্দ ব্যবহার করার প্রবণতা বেশি। এছাড়াও গবেষকরা বলছেন যে উইকেন্ডে মানুষের মধ্যে বেশি ‘পজিটিভিটি’ দেখা যায়। আর কাজের দিনগুলোতে ‘নেগেটিভিটি’ বেশি থাকে। পুরুষদের থেকে নারীরা বেশি আবেগপ্রবণ।
তাই এখন আপনি ঠিক করুন অন্যের কাছে ওপেন ডায়রি হবেন নাকি সিক্রেট রাখবেন কিছু! তাছাড়া নিজেকে সবার সামনে মেলে ধরাটাও ঠিক নয়। তাই সাইবার দুনিয়ার সঙ্গে থাকুন কিন্তু একটু গা বাঁচিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন