স্তম্ভিত ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদ
ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশপাশের ছয়টি স্থানে সিরিজ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলার ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ স্তম্ভিত।
শুক্রবার রাতের এ হামলাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটিতে ‘নজিরবিহীন সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
হামলার পর তাৎক্ষণিক এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘এটি নজিরবিহীন সন্ত্রাসী হামলা। এটি ভয়ানক। সন্ত্রাসের মুখোমুখি হয়ে ফ্রান্স জানে কীভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে হয়, কীভাবে তাদের বাহিনীকে কাজে লাগাতে হয় এবং সর্বোপরি জানে কীভাবে সন্ত্রাসীদের ওপর বিজয় ছিনিয়ে আনতে হয়।’
পরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ওলাঁদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর অর্থ হলো দেশের সব সীমান্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তিনি বলেন, ‘আমাদের সহানুভূতি ও সংহতি দেখাতে হবে। পাশাপাশি আমাদের শান্ত থেকে ঐক্য প্রদর্শন করতে হবে। ফ্রান্সকে অবশ্যই শক্তিশালী ও বলিষ্ঠ থাকতে হবে।’
তথ্যসূত্র : সিএনএন, আলজাজিরা ও রয়টার্স
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন