স্ত্রীকেও পানিতে চুবিয়ে মারলেন স্বামী
গৃহপালিত দুটি ছাগল পানিতে চুবিয়ে হত্যার সময় বাধা দেয়ায় স্ত্রীকেও একই কায়দায় হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলার লালমোহন সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা স্বামী আব্দুর রাজ্জাককে (৬৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত স্ত্রীর নাম ফাতেমা বেগম।
স্থানীয়রা জানান, লালমোহন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাকলাই বাড়ির আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার স্ত্রীকে গলাটিপে হত্যার চেষ্টা করেন।
বুধবার সকালে আব্দুর রাজ্জাক তার দু’টি ছাগল নিয়ে পাশ্ববর্তী বিলে পাতাবনের কাছে যান। এ সময় তিনি সঙ্গে থাকা ছাগল দুটি পানিতে ডুবিয়ে হত্যা করেন।
খবর পেয়ে তার স্ত্রী ফাতেমা বেগম ও ভাতিজা বউ জান্নাত ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাক স্ত্রীকেও পানির নিচে চেপে ধরে ধরেন। সঙ্গে থাকা ভাতিজা বউ জান্নাত চিৎকার দিয়ে লোকজন জড়ো করে। ততক্ষণে রাজ্জাকের স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয়রা রাজ্জাককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, স্থানীয়রা জানিয়েছেন আব্দুর রাজ্জাকের মাথা খারাপ। তবুও যেহেতু এটি একটি হত্যাকাণ্ড, আমাদের নিয়মিত মামলা নিতে হবে। রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে
এই সংক্রান্ত আরো সংবাদ
স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন