স্ত্রীকে দিয়ে জোরপূর্বক ব্যবসা, স্বামী গ্রেফতার
স্ত্রীকে জোরপূর্বক দেহ ব্যবসায় নামানোর অভিযোগে স্বামী সুফিয়ান আলম রিজনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সৈয়দপুর থেকে রিজনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রিজন নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বাবুপাড়া মহল্লার মাহবুব আলমের ছেলে।
জানা গেছে, একই কারণে রিজনের আগের দুই স্ত্রী পালিয়ে যায়। এর পর সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা গাড়াগ্রামে এক দরিদ্র পরিবারের তরুণীকে বিয়ে করে।
বিয়ের পর থেকে সৈয়দপুরে জনৈক জফুর আলীর ভাড়া বাসায় থাকতো রিজন। বিয়ের কয়েক মাস পর থেকে বন্ধু পরিচয়ে বাসায় খদ্দের এনে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা শুরু করে রিজন।
আর এ ঘটনা অন্যরা যাতে জানতে না পারে সেজন্য স্ত্রীকে সর্বদা হত্যা ও গুম করার ভয় দেখাতো রিজন। এ অবস্থায় স্ত্রী সুযোগ বুঝে স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়ি পালিয়ে যায়।
পরে সেখানে স্বজনদের কাছে বিষয়টি জানিয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন রিজনের স্ত্রী। ওই মামলায় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রিজনকে গ্রেফতার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন