স্ত্রীকে নগ্ন হাঁটতে বাধ্য করায় স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে নগ্ন করিয়ে নিউইয়র্কে ব্যস্ত রাস্তায় হাঁটানোর অপরাধে ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম জেসন মেলো (২৪)। তবে তাঁর ২২ বছর বয়সী নির্যাতিতা স্ত্রীর নাম প্রকাশ করা হয়নি।
নির্যাতিত ওই নারী অভিযোগ করেন, তাঁদের দুই মাস বয়সী মেয়ের সামনেই জেসন তাঁর গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করেন এবং সমস্ত পোশাক খুলে ফেলতে বাধ্য করেন। এরপর জোর করে বাড়ি থেকে বের করে রাস্তায় হাঁটতে বাধ্য করেন।
শুধু তাই নয়, কথা না শুনলে ওই নারীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মুখ নষ্ট করে দেওয়ার হুমকিও দেন জেসন।
গতকাল বৃহস্পতিবার ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে দাঁড়িয়ে এসব কথা জানান জেসনের স্ত্রী।
ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও একটি শিশুর জীবন বিপন্ন করাসহ তৃতীয় মাত্রার অভিযোগে জেসনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযোগে এখন তাঁর বিচার চলছে।
এ বিষয়ে ইউনিভিশনকে ওই নারী বলেন, ‘তাঁকে (জেসন) আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কী করা উচিত। সে আমাকে বারবার হুমকি দিচ্ছিল। আমার চেহারা নষ্ট করে দিতে চাইছিল।’
এ সময় তাঁর শরীরে জেসনের দেওয়া বিভিন্ন আঘাতের ছবিও দেখান ওই নারী।
গতকাল নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় এক জোড়া কালো বুট পরে ভীষণ সংকোচে এক নারীর হেঁটে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পরে। ভিডিওটি ধারণ করেন জেসন। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জেসনের অনুপস্থিতিতে আরো সাতজন পুরুষের সঙ্গে মোবাইল ফোনে ‘রসালো বার্তা’ আদান-প্রদানের অভিযোগে স্ত্রীকে এই সাজা দেন তিনি।
ভিডিওটিতে জেসনের কথা শোনা যায়। বারবার সংকোচে গুটিয়ে নিজেকে লুকিয়ে ফেলতে চাইলেও জেসনের নির্দেশে ওই নারীকে নগ্ন অবস্থায় দীর্ঘ সময় হাঁটতে হয়।
ভিডিওচিত্রে দেখা যায়, প্রথমে একটি তোয়ালে জড়িয়ে নিয়েছিলেন ওই স্ত্রী। কিন্তু ধমক দিয়ে সেই তোয়ালে খুলে ফেলতে স্ত্রীকে বাধ্য করেন জেসন। স্ত্রীকে স্প্যানিশ ভাষায় তিনি বলছিলেন, ‘সবাইকে দেখাও তুমি কেমন, দেখাও তুমি কত সুন্দর।’
তবে এই ভিডিওর পর আরেকটি ভিডিও প্রকাশ করেন জেসন। সেখানে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চান তিনি।
আরো পড়ুন..
ছিঃ ছিঃ এটা কী, স্ত্রীকে নগ্ন করে রাস্তায় হাঁটালেন এক স্বামী! দেখুন ভিডিও সহ
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন