স্ত্রীকে পুড়িয়ে হত্যা করায় স্বামীর যাবজ্জীবন
স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে কুষ্টিয়ার এরশাদ হোসেন বিপু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান।
কুষ্টিয়া জজকোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৮ সালের ৬ এপ্রিল বিকেলে শহরের হাউজিং এলাকার নিজ বাড়িতে স্ত্রী শিখার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন এরশাদ হোসেন বিপু। পরে আশঙ্কাজনক অবস্থায় শিখাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বজনরা। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৮ সালের ২১ এপ্রিল সকালে শিখা মারা যান।
এ ঘটনায় ওই দিনই শিখার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে এরশাদ হোসেন বিপু ও রাশেদা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এরশাদ হোসেন বিপুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি রাশেদা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন