স্ত্রীকে ফোন করে ‘বেঁচে আছি’ বলার পরই সব শেষ

বিধ্বস্ত বিমান থেকে অবিশ্বাস্যভাবে জীবন নিয়ে ফিরতে পেরেছিলেন; কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে বুঝতে পেরেছিলেন, আর ফিরতে পারবেন না প্রিয়জনের সান্যিধ্যে। সময় তার শেষ হয়ে আসছে। তাই শেষবারের মতো ফোনটা করেছিলেন স্ত্রীকে। এরপরই সব শেষ। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন দানিলো পাদিলহা।
গত সপ্তাহে কলম্বিয়ার মেডেলিনের কাছে ভেঙে পড়া বিমানে শ্যাপেকোয়েন্সে ফুটবল দলের অতিরিক্ত গোলকিপার ছিলেন তিনি। ধ্বংস হয়ে যাওয়া প্লেন থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল দানিলোকে। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল; কিন্তু সেই পাঁচ ভাগ্যবানের মধ্যে রাখা যায়নি তার নাম। যারা শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গিয়েছেন।
৩১ বছরের দানিলো চিকিৎসা চলতে চলতেই স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন তিনি বেঁচে রয়েছেন; কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ব্রাজিলে স্ত্রীর কাছে পৌঁছায় তার মৃত্যুর খবর। সাময়িক স্বস্তি মুহূর্তেই উধাও হয়ে গেলো।
কয়েক দিন আগেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন ‘মাই লাভ’। প্লেন ছাড়ার আগেও সতীর্থ অ্যালান রুশেলের সঙ্গে প্লেনের ভিতরের ছবি পোস্ট করেছিলেন দানিলো। যেখানে লিখেছিলেন, ‘বেশি দেরি নেই, আমরা আসছি কলম্বিয়া।’ কলম্বিয়া পৌঁছানো তো হলই না। ফেরা হল না নিজের বাড়িতেও। সারা জীবনের মতো হারিয়ে গেলেন দানিলোরা। রেখে গেলেন শুধু স্মৃতি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন