স্ত্রীর আত্মহত্যা, পুলিশ কনস্টেবল স্বামী যৌতুকের দাবিতে
পুলিশ কনস্টেবল স্বামীর কাছ থেকে যৌতুকের দাবিতে তালাকের হুমকী পেয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। বুধবার রাতে মাগুরার শালিখা উপজেলার নাঘোষা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূ শান্তা খাতুনের (১৯) চাচা লাইচুর রহমান বৃহস্পতিবার শালিখা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় শান্তার স্বামী মারুফ, শাশুড়ি, ননদ, দেবরকে আসামি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মারুফ বর্তমানে কুষ্টিয়া থানায় কর্মরত।
লাইচুর রহমান জানান- বছরখানেক আগে সদর উপজেলার বেলনগর গ্রামের মৃত বাবু শেখের ছেলে পুলিশের কনস্টেবল মারুফ হোসেনের সঙ্গে বিয়ে হয় শান্তার। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শান্তা ও তার পরিবারকে চাপ দিতে থাকেন কাছে মারুফ ও তার পরিবারের সদস্যরা। মেয়ের সুখের কথা চিন্তা করে শান্তার বাবা শহিদুল ইসলাম বিভিন্ন সময় মারুফকে উপহার সামগ্রী ও নগদ টাকা দিয়েছেন। সম্প্রতি শান্তা বাবার বাড়ি শালিখার নাঘোষা গ্রামে এলে মারুফ তার কাছে আসবাপত্র কেনার জন্য টাকা ও মোটরসাইকেল দাবি করেন। শান্তার বাবা ধার করে কিছু ফার্নিচার দেবেন বললেও মোটরসাইকেল কেনার সামর্থ নেই বলে জানান।
লাইচুর রহমান আরও বলেন, বুধবার বিকেলে মারুফ ফোনে শান্তাকে বাবার বাড়ি থেকে একটি পালসার মোটরসাইকেল কেনার জন্য টাকা আনতে বলেন। মোটরসাইকেলের টাকা নিয়ে না আসেল শান্তাকে তালাকের হুমকী দেন মারুফ। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শান্তা বুধবার রাতে বাবার বাড়ির শোবার গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন টের পেয়ে রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান মামলার সত্যতা নিম্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন