স্ত্রীর ওড়নায় আত্মহত্যা হোটেল ম্যানেজারের
রাজধানীর রামপুরায় পারিবারিক বিরোধের জের ধরে আত্মহননের পথ বেছে নিলেন ৫৫ বছর বয়সী আবদুল জলিল। রাজধানীর নাইটিঙ্গেল হোটেলের ম্যানেজার আজ রবিবার বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জলিলের স্ত্রী স্বীকার করেছেন, পারিবারিক কলহের জের ধরেই তার স্বামী আত্মহত্যা করেছেন। তবে বিরোধের কারণ জানা যায়নি। জলিলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। এদিকে রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফয়জুল্লাহ নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রামপুরা থানার ওসি বলেন, থানায় একটি আত্মহত্যার মামলা হয়েছে। তবে কেন জলিল আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
হোটেল ম্যানেজার আবদুল জলিলের স্ত্রী শারমিন বেগম বলেন, আজ রবিবার বেলা ১১ টায় নিজ বাড়ির ছয় তলা ভবনের শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে নিজেকে শেষ করে দেন। পরে বেলা ১২ টার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে সন্তানের জনক। মৃত আবদুল জলিল পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২৩৬ নম্বর বাড়ির আবদুস সাত্তারের সন্তান। রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল হোটেলে ম্যানেজার ছিলেন।
এদিকে রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় নিজ বাড়ির নির্মাণ কাজ তদারকির সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন মো. ফয়জুল্লাহ নামের এক ব্যক্তি। তার ছোট ছেলে সোহেল বলেন, রবিবার দুপুর একটায় বাড়ির নির্মাণ কাজের তদারকি করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের উপরে পড়ে হাত রাখলে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতর তারে সঙ্গে জড়িয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আবদুল জলিলের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। আর ফয়জুল্লাহ লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন