স্ত্রীর চক্ষু উৎপাটনের অভিযোগ

টঙ্গীর পূর্বআরিচপুর জামাইবাজার এলাকায় এক স্বামী চাকু দিয়ে তার স্ত্রী শিউলীর (৩৫) চোখ উৎপাদন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী কামাল হোসেন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার রাতের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বউবাজার এলাকার শফিকুর রহমানের শিহাব মঞ্জিলের ৬ তলা বাড়ির নিচ তলায় একটি ফ্ল্যাট ভাড়া গত মাসে কামাল তার স্ত্রীকে নিয়ে ভাড়া ওঠেন। রাতে কামাল হোসেন তার স্ত্রীর মুখে স্কচটেপ পেঁচিয়ে মুখমণ্ডলে ও চোখে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পাশের ভাড়াটিয়া শিউলির গোঙানির শব্দ পেয়ে শিউলির এ অবস্থা দেখে বাড়ির মালিক ও স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ শিউলিকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠায়।
টঙ্গী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নুসরাত জাহান জানান, রোগীর চোখের জায়গাটা ক্ষতিগ্রস্ত ছিল। একটি ডান চোখের (আই বল) আকৃতি নষ্ট ছিল। বাম চোখটি উঠানো হয়েছে কিনা তা পরিষ্কার না করলে বুঝা যাবে না। এখানে যতটুকু সম্ভব চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন