স্ত্রীর নির্দেশে মায়ের উপর নৃশংস অত্যাচার, গ্রেফতার ছেলে

মায়ের উপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪৭ বছরের এক ব্যক্তিকে ৷ বউয়ের নির্দেশ মেনে ৮০ বছরের বৃদ্ধা মায়ের উপর অকত্য অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ সেই সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাটির ভিডিও রেকর্ড করে রাখেন ৷ ঘটনাটি মুম্বইয়ের ঘটনা ৷
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায় ভিডিওটি ৷ এরপর একটি NGO সংস্থা ডি এন নগর থানায় অভিযোগ দায়ের করেছে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে কাপড় দিয়ে একটি পা ফ্যানের সঙ্গে বাঁধেন ৷ এরপর তার অন্য পা ধরে টানতে থাকেন এবং গোটা ঘরে ঘোরাতে থাকেন ৷
স্ত্রীর নির্দেশে মায়ের উপর নৃশংস অত্যাচার, গ্রেফতার ছেলে
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম সুরেন্দ্র ৷ বৃদ্ধা তার ছেলে সুরেন্দ্র, পুত্রবধূ ববিতা (৪২) ও নাতনি অক্ষয়ার সঙ্গে থাকতেন ৷ অভিযোগের ভিত্তিতে সুরেন্দ্র, তার স্ত্রী ও মেয়েকে গ্রেফতরা করা হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন বৃদ্ধার শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে ৷ তবে কেন তার উপর এমন অত্যাচার করা হত তা এখনে স্পষ্ট নয় ৷ তবে জেরায় সুরেন্দ্র স্বীকার করেছেন যে স্ত্রীর নির্দেশে তিনি এমন করেছেন ৷
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন