স্ত্রীর পোশাক বিতর্কে সমালোচকদের যোগ্য জবাব দিলেন শামি

স্ত্রী হাসিন জাহানের পোশাক নিয়ে ভারতীয় পেসার মহম্মদ শামিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তাঁর ভক্তরা৷ কিন্তু শামির সামনে তাদের ক্ষোভ ধোপে টিকল না৷ বাইশ গজে যেভাবে তাঁর পেস ধাক্কায় ব্যাটসম্যানরা ক্লিন বোল্ড হন, তেমনভাবেই যোগ্য জবাব দিয়ে সমাচোলকদের মুখ বন্ধ করে দিলেন৷
ঘটনার সূত্রপাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবি পোস্ট করা নিয়ে৷ সম্প্রতি স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন শামি৷ ছবিতে মেরুন রঙের স্লিভলেস পোশাকে দেখা গিয়েছিল হাসিনকে৷ আর এতেই আপত্তি তোলে মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ৷ সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করা হয় ভারতীয় পেসারের৷ স্ত্রীর কী ধরনের পোশাক পরা উচিত, সে বিষয়ে অনেকে শামিকে পরামর্শও দেয়৷
তাদের মতে, মুসলমান সম্প্রদায়ের নারীদের এ ধরনের পোশাক শোভা দেয় না৷ এমনকী হাসিন আদৌ মুসলমান কি না, তা নিয়েও প্রশ্ন তুলে দেয় নেটিজেনের একাংশ৷ সোমবার সেই সমালোচনাকে বোল্ড করে দিলেন তিনি৷ নিজের টুইটার অ্যাকাউন্টে ওই একই পোশাকে স্ত্রীর ছবি পোস্ট করলেন৷ ছবিতে সঙ্গে রয়েছে শামির মেয়েও৷ লিখেছেন, ‘সকলেরই জীবনে ঘর জোটে না৷ কিছু সৌভাগ্যবানই এর মালিক হতে পারে৷ জ্বলতে থাকো৷ এরা দু’জন আমার জীবন এবং জীবনসঙ্গী৷ কী করতে হবে না হবে আমি খুব ভালভাবে জানি৷ আমাদের নিজের অন্তরে উঁকি মেরে দেখা উচিত, আমরা কতটা ভাল। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন