স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে ইরফান পাঠান

এক সময় টিম ইন্ডিয়ার হয়ে ব্যাটসম্যানদের জন্য আতংক হয়ে উঠতেন ইরফান পাঠান। তার দুর্দান্ত গতির সুইং বল মোকাবেলা করতে বিশ্বের নামী-দামী ব্যাটসম্যানদেরও ঘাম ঝরতো।
বর্তমানে অবশ্য বিভিন্ন কারণে ভারতীয় ক্রিকেট দলে নেই এই বোলার। তবে আলোচনা-সমালোচানা কিন্তু তার পিছু ছাড়েনি।
সম্প্রতি নিজ স্ত্রীর সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে নতুন করে আলোচনায় চলে এসেছেন তিনি। এই ছবি পোস্ট করে নিন্দুকদের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন ইরফান ও তার স্ত্রী।
আপাতদৃষ্টিতে ছবিটি দেখলে তেমন কিছু নয়। ছবিতে দেখা গিয়েছে, ইরফানের স্ত্রী হিজাব পরে রয়েছেন। কিন্তু তার মুখমণ্ডল স্পষ্ট দেখা যাচ্ছে। সেই কারণেই ছবিটি তোলার সময়ে হাত দিয়ে মুখ ঢেকে রয়েছেন পাঠানের স্ত্রী।
ছবিটির নীচে পাঠান লিখেছেন, ‘দিস গার্ল ইজ ট্রাবল’। পাঠানের স্ত্রীর হাসি দেখে অবশ্য কিছুই বোঝার উপায় নেই।
ছবিটি পোস্ট করার পরে প্রশংসার বন্যা বয়ে যায়। পাঠানের স্ত্রী সুন্দরী। তার জন্য ঢালাও প্রশংসা শুরু হয়ে যায়।
তবে প্রশংসার সঙ্গে সঙ্গেই শুরু হয় সমালোচনা। অনেকেই বলতে শুরু করে দেন, হিজাব যখন পরেছেন, তখন মুখ কেন ঢাকা নেই। পাঠানের স্ত্রী নেলপলিশ পরে ছবিটি তুলেছিলেন। তা নিয়েও প্রবল সমালেচোনা ধেয়ে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন