স্ত্রী ও সন্তানদের নিয়ে উদ্যানে ঘুরতে এসেঃ সোহরাওয়ার্দী উদ্যান আবার উন্মুক্ত হবে কবে !
বিকেল সাড়ে ৪টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বিপরীত দিকে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে মধ্যবয়সী এক ব্যক্তি স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাজধানীর সোবহানবাগ থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে উদ্যানে ঘুরতে এসেছিলেন। কিন্তু ফটক তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারছিলেন না।
এ সময় কয়েকটি পথশিশুকে ফটকের প্রাচীর টপকে উদ্যানের ভেতর প্রবেশ করতে দেখে তার সাত বছর বয়সী ছেলে ভেতরে প্রবেশের জন্য বায়না ধরে। ছেলেকে দুই একবার বুঝিয়ে ব্যর্থ হয়ে শেষে জোরে ধমক দিলেন।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাসনাত আলী নামের ওই ব্যক্তি ক্ষুব্দ কণ্ঠে বলেন, কেন উদ্যান বন্ধ রয়েছে তা কেউ বলছে না। একজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করতেই ওপরের মহলের নির্দেশ আছে বলে এমনভাবে তাকালেন মনে হলো প্রশ্ন করাটা মহাঅপরাধ হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। উদ্যানের প্রতিটি ফটকে পুলিশ ও র্যা বসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি জারি করা হয়। মূলত শনিবার বিএনপির ডাকা সমাবেশ ঠেকাতে উদ্যানে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এবার এ দিনটিতে রাজধানীতে দলটি কোনো কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিল করে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয় দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন