স্ত্রী-পুত্রের সঙ্গে অনন্তর জন্মদিন উদযাপন

গতকাল ১৭ এপ্রিল ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের জন্মদিন। তবে এ দিন তিনি ছিলেন দেশ থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত মায়ামী সমুদ্র সৈকতে। সেখানেই স্ত্রী বর্ষা ও পুত্র আরিজকে নিয়ে কেক কেটে শুভদিনটি উদযাপন করেন অনন্ত।
অনন্ত জলিলের জন্মদিন মানেই অনাড়ম্বর এবং অনানুষ্ঠানিক। তাই গেল বছর নিজের জন্মদিনটি উদযাপন করেছিলেন মিরপুরে নিজের প্রতিষ্ঠিত দুটি এতিমখানার শিশুদের সঙ্গে। আর এবার দেশ থেকে হাজার মাইল দূরে, যুক্তরাষ্ট্রের মায়ামী সমুদ্র সৈকতে। সঙ্গে ছিলেন শুধুমাত্র স্ত্রী বর্ষা ও পুত্র আরিজ। বিশাল আকারের কেক কেটে জন্মদিনটি উদযাপন করেন অনন্ত জলিল।
উল্লেখ্য, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের জন্ম মুন্সিগঞ্জ জেলায়। বড় হয়েছে বাবার কাছে, পাঁচ বছর বয়সে তিনি মাতৃহারা হন। চলচ্চিত্রের বাইরে অনন্ত জলিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি। তিনি মূলত এজেআই গ্রুপের কর্ণধার। গামের্ন্টস সম্পর্কিত ব্যবসায়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণও করে প্রতিষ্ঠানটি। দাতব্য প্রতিষ্ঠানগুলোও এর মাধ্যমে পরিচালিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন