স্ত্রী সন্তানকে কুপিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে শনিবার সকালে শাহজাহান মিয়া (৫০) নামে এক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে ধারালো দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী আসমা আক্তার (৩৮), মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী হাদিসা আক্তার (১৩) ও ছেলে আমিনুল ইসলামকে (৯) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কেন্দুয়ার আঙ্গারোয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহজাহান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন থাকায় পরিবারের লোকজন তাকে লোহার শিকল দিয়ে বেধে রাখত। শুক্রবার রাতেও তাকে শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল।
শনিবার সকালে শাহজাহান প্রকৃতির ডাকে বাইরে যেতে চাইলে তার মেয়ে হাদিসা আক্তার বাবাকে শিকলমুক্ত করে দেয়। এ সময় শাহজাহান হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী আসমা, মেয়ে হাদিসা ও ছেলে আমিনুলকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে ধারালো দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন শাহজাহান।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন