স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
হরের পৌর কলেজপাড়ায় স্ত্রী ইসমত আরা হত্যার দায়ে জাকির মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক টি এম মুসা ওই রায় ঘোষণা করেন।
মামলায় অপর দুই আসামি আবদুল হোসেন ও সাহেব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মেহেরপুর শহরের পৌর কলেজপাড়ার মহাসিন মণ্ডলের ছেলে জাকির মণ্ডল স্ত্রী ইসমত আরার সাথে দাম্পত্য কলহের জের ধরে ২০০৯ সালের ১৩ অক্টোবর ভোরের দিকে ইসমত আরাকে গলা কেটে হত্যা করে। রাতে বাড়িতে ডাকাত দল হানা দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে বলে অপপ্রচার করে স্বামী।
ঘটনার পরদিন নিহতের বাবা রিয়াজউল্লাহ বাদী হয়ে তার জামাই জাকির মণ্ডলকে প্রধান আসামি করে তার দুই সহযোগী আবদুল হোসেন ও সাহেব আলীর নামে মেহেরপুর সদর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। মামলা নং-২৮। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কামাল হোসেন প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
মামলায় সরকার পক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক ও আসামি পক্ষের কৌঁসুলি খন্দকার আবদুল মতিন জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন