স্থানীয় একজনের জানাজা শেষে নিজেই হলেন লাশ
স্থানীয় একজনের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মারা গেছেন আবদুস সাত্তার (৬২) নামের এক ব্যক্তি। গতকাল রোববার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হাকিমপুরের বাগদোড় ইয়াছিনিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা শেষে গত বছর অবসরে যান। তিনি উপজেলার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।
গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দীন জানান, উপজেলার মংলা গ্রামের ওয়াকিল মণ্ডলের জানাজা শেষে অন্যের মোটরবাইকে চড়ে রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিলেন। সাতকুড়ি রেলগেট অতিক্রম করে হিলি-বিরামপুর সড়কে ওঠেন। এ সময় হিলি থেকে বিরামপুরগামী একটি ট্রাক সামনের দিক থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে সাত্তার ও বাইকচালক মামুন মারাত্মকভাবে আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাশেদুজ্জামান জানান, রাত পৌনে ৮টার দিকে স্থানীয়রা সাত্তারকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলেও তিনি আগেই মারা যান। প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। অপরজন প্রাথমিক চিকিৎসা নেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছেন।
নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, আজ সোমবার বেলা ১১টায় হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে তাঁর বাবা আবদুস সাত্তারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টার দিকে বাংলা হিলি কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন