স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে ভারতের দ্বারস্থ ইসি
স্থানীয় নির্বাচন দলীয়ভাবে সম্পন্ন করতে পার্শ্ববর্তী দেশ ভারতের দ্বারস্থ হচ্ছে নির্বাচন কমিশন ইসি।ভারতের স্থানীয় নির্বাচনের আইন, বিধিমালা , টেকনিকাল সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সুযোগসুবিধা নিতে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করবে ইসি। নির্বাচন কমিশন সুত্রে এতথ্য জানা যায়।
আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনরদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ বৈঠকে আলোচনা করা হয়,পার্শ্ববর্তী দেশ ভারতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনেক তথ্য আছে। ওখানে অনেক কিছু দেখা যায়। ভারতে পঞ্চায়েত নির্বাচন দলীয়ভাবে হয়। আমার তাদের কাছথেকে সবধরনের সহযোগিতা নিতে পারি।
এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান আইনের সংশোধনী পর্যালোচনায় তোড়জোড় দেখা গেছে নির্বাচন কমিশনে। ইসির উপসচিব মাহফুজা আক্তার জানান, আমরা মৌখিকভাবে বিধিমালা সংশোধনের বিষয়গুলো খুঁজে রাখার জন্যে নির্দেশ পেয়েছি। কিন্তু একবছর সময়ে এ কাজ মাত্র কয়েকদিনে করা সম্ভব নয়। সবগুলো স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে হবে, এজন্যে মাস ছয়েক তো সময় দিতে হবে। তা না হলে এ পৌরসভা ভোট হবে ঝগাখিঁচুড়ির নির্বাচন।”
এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, প্রতিটি অনুচ্ছেদ পড়ে সম্ভাব্য সংশোধনী পর্যায়লোচনা করতে হবে, মনোনয়ন ফরম বদলাতে হবে, প্রতীক নতুন দিতে হবে। তাছাড়া মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের প্রতীকও দলের থাকবে, স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিধান আলাদা করতে হবে।
“স্বল্প সময়ে সংশোধনী করতে গিয়ে পরে আইনী জটিলতা বাড়বে। এরচেয়ে ভালো প্রথমবারের মতো কয়েকটি পৌরসভাকে বাছাই করে পাইলট প্রকল্প হিসেবে দলীয়ভাবে ভোটে করা।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন