স্পাই ক্যাম পায়রার পেটে !
রীহ একটি পায়রা। অথচ এই পায়রাই ঘুম কেড়ে নিয়েছে পাঞ্জাব পুলিশের। ভারতীয় গোয়েন্দাদের।
রাতারাতি সীমান্ত জুড়ে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। কেন? গত কয়েকদিন ধরে পাঞ্জাবের পাকিস্তান-সীমান্ত বরাবর পায়রাটি ঘুরে বেড়াচ্ছিল। আপাতত পায়রাটি পাঞ্জাবের পাঠানকোট পুলিশের হেফাজতে। মনে করা হচ্ছে পাকিস্তান থেকে উড়ে এসেছে পায়রাটি। তার ডানার পালকে একটি স্ট্যাম্প ছিল। আর তার নিচে উর্দুতে কিছু শব্দ লেখা ছিল। পাকিস্তানের একটি জেলার নামও লেখা ছিল বলে জানা গিয়েছে।
সিনিয়র পুলিশ সুপার রাকেশ কৌশল জানিয়েছেন, পায়রাটির এক্স-রে করে দেখা হচ্ছে। কোনও স্পাই ক্যাম, ট্রান্সমিটার বা লুকানো চিপ আছে কী না তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত বিশেষ তথ্য পাওয়া যায়নি। তবে পাকিস্তান এর আগেও পায়রা পাঠিয়ে সীমান্তে গুপ্তচরবৃত্তি করেছে। তাই পায়রা-কান্ডে পাক-যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন