স্পিকার পল রায়ানের সমর্থনের প্রয়োজন নেই: ট্রাম্প
দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়া না দেয়া নিয়ে রিপাবলিকান শিবিরে গৃহবিবাদ শুরু হয়েছিল অনেক আগেই। সম্প্রতি তা আরও জোরালো হয়ে উঠেছে। সবশেষ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কথায় অভ্যন্তরীণ বিবাদ আরও স্পষ্ট হলো। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী কংগ্রেস সদস্যদেরকে ট্রাম্পকে বাদ দিয়ে নিজেদের দিকে নজর দেয়ার জন্য স্পিকার পল রায়ানের আহবানের পর ক্ষিপ্ত ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, জয় লাভের জন্য পল রায়ানের সমর্থনের প্রয়োজন নেই আমার।খবর সিএনএনের।
বিতর্কিত মন্তব্যে পটু ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পল রায়ানের সমর্থন চান না এবং রায়ান কোথা কী বললো তা নিয়ে আমি ভাবছি না।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি জনগণের জন্য ভোটে এবং জনগণের জন্য জিততে চাই।’
গতকাল মঙ্গলবার পল রায়ান ট্রাম্পকে সমর্থন এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে অস্বীকৃতি জানালে ট্রাম্প টুইট বার্তায় এর কড়া জবাব দেন।
ঐ টুইট বার্তায় বলেন, ‘ভালো হয়েছে আমার ওপর থেকে হাতকড়া সরিয়ে নেয়া হয়েছে। এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারব। আর আমি এটিই করতে চেয়েছিলাম।’
পরে এ বিষয়ে আরও ব্যাখ্যা দেন ট্রাম্প। তিনি ফক্স নিউজকে বলেন, ‘কিছু প্রতিষ্ঠিত লোকের হাতকড়া পরা ছিল, যারা আসলে দুর্বল এবং অকার্যকর।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা সমর্থন দিচ্ছে না। আমাদের সত্যিই যে ধরনের সমর্থন দরকার ছিল তারা তা দিতে পারেনি। তবে আমি সত্যিই মনে করি, আমাদের সমর্থন পাওয়ার দরকার ছিল। পল রায়ানের মতো লোকজনদের কাছ থেকে আমরা সমর্থন পাচ্ছি না।’
‘পলের সঙ্গে টেলি-কনফারেন্সে কংগ্রেসের শতাধিক সদস্যদের কথা হয়েছে। সবাই কার্যত পলের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি সত্যিই পলের সমর্থন চাই না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন