স্পিন খেলতে না পারলে ভারতে আসার দরকার নেই!
দিন দিন ভারতের মাটি প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্রদের জন্য স্পিনের নীল ফাঁদ পেতে রেখেছে টেস্টের নম্বর ওয়ান দলটি। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো স্পিনে দুর্বল দেশগুলোকে পরিচিত অস্ত্র দিয়েই ঘায়েল করেছে ভারত। স্পিন পিচের সঙ্গে ভারতের ব্যাটিং গভীরতার কারণে নিজেদের দেশে প্রায় অজেয় হয়ে উঠেছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজে স্পিন ফাঁদ পাতবে ভারত, এমনটিই মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। আর অসিরা যদি স্পিন খেলতে না পারে, তাহলে তাদের ভারত সফরে না যাওয়াই উচিত বলে মনে করেন এই ব্যাটিং জিনিয়াস।
পিটারসেন বলেন, ‘খুব তাড়াতাড়ি স্পিনারদের ভালোভাবে খেলার কৌশল শিখে নিতে হবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। আর না হলে ভারত সফরটা না করাই উচিত তাদের।’ ভারতের মাটিতে স্পিনারদের খেলার কৌশলটাও বাতলে দিয়েছেন পিটারসেন। তিনি বলেন, ‘স্পিন বল খেলার জন্য ঘূর্ণি উইকেট না হলেও চলবে। যেকোনো পিচেই স্পিন খেলার কৌশল রপ্ত করা যায়। ব্যাটসম্যানদের কেবল বলের লাইন ও লেন্থটা বুঝতে হবে আর পায়ের ব্যবহারটা হতে হবে দুর্দান্ত।’
স্পিনে দারুণ ব্যাটিং করা পিটারসেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আরো কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আগেই ফ্রন্টফুটে যেও না। বলের জন্য অপেক্ষা করো এবং তার পর খেল। এতে করে ৫০ থেকে ১৫০ মাইল গতির বল সহজে খেলতে পারা যায়।’ স্পিনারদের বিপক্ষে পায়ের ব্যবহারে সতর্ক হতে বলেন পিটারসেন। তিনি বলেন, ‘যদি রান করতে চাও, তাহলে পায়ের ব্যবহারটা ভালোভাবে করো। কারণ, ভারতীয় পিচে ভালো ফুটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ।’
উপমহাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতাটা মোটেও সুখকর নয় স্মিথদের জন্য। গত শ্রীলঙ্কা সফরে হেরাথের সামনে অসহায় হয়ে পড়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় অসিরা। আর এ কারণেই অসিদের স্পিন বল খেলার প্রতি গুরুত্বারোপ করেন সাবেক ইংলিশ অধিনায়ক।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন