স্প্যানিশ লিগ খুব কঠিন, বলছেন নেইমার

নিজের ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে৷ তবুও আফসোস নেই বার্সেলোনার তারকা ফুটবলার নেইমারের৷ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ৷ দুটোই স্পেনের দল৷ তাই খুশি ব্রাজিলের অধিনায়ক৷ দুটো দলকেই শুভেচ্ছা জানিয়েছেন৷
নেইমার বলেন,‘ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্পেনের দুই দলের উপস্থিতিতেই বোঝা যায়, লা লিগা জিততে বার্সেলোনা কতটা ভালো খেলেছে। ফাইনালে ওঠা দুটি দলকে আমি শুভেচ্ছা জানাই।’ একইসঙ্গে তিনি বলেন, ‘ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্পেনের দুই দলই প্রমাণ করে স্প্যানিশ লিগ কঠিন৷ তাই আমাদের লা লিগা জয়কে আরও বেশি মূল্য দিতে হচ্ছে৷’ শুধু লা লিগার দুটো দলের চ্যাম্পিয়ন্স লিগ খেলা নয়, ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরোপা লিগেও স্প্যানিশদের আধিপত্য৷ বুধবার রাতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে খেতাব জেতে এবারের লা লিগায় সপ্তম হওয়া সেভিয়া। তাই নেইমার এখন মজে গিয়েছেন লা লিগায়৷
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন