স্প্রে দিয়ে নখ রাঙাবেন?
এক সেকেন্ডেই যদি নখের রং বদলানো যায়, তাহলে কিন্তু বেশ হয়! কী ভাবছেন, নেইলপলিশ দিয়ে কীভাবে সম্ভব? এটা অবশ্যই নেইলপলিশ দিয়ে সম্ভব না। এ ক্ষেত্রে আপনাকে নেইল স্প্রে বেছে নিতে হবে।
এক নিমেষেই আপনার নখের রং বদলে দেবে নেইল পেইন্ট স্প্রে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই আধুনিক প্রসাধনীর খবরাখবর।
বাইরে যাওয়ার তাড়া থাকলে তখন বোতল আর ব্রাশের ঝামেলায় না যাওয়াটাই ভালো। আর নেইলপলিশ শুকানোর সমস্যা তো রয়েছেই। এ ক্ষেত্রে ট্রেন্ডি এই স্প্রে একেবারেই ঝামেলাবিহীন।
সম্প্রতি যুক্তরাজ্যের নেইলপলিশের ব্র্যান্ড নেইল ইংক দুটি রঙের নেইল পেইন্টের স্প্রে নিয়ে এসেছে। একটি সিলভার, আরেকটি পিঙ্ক কালার। খুব কম সময়ের মধ্যই পছন্দের শীর্ষে পৌঁছে গেছে নেইল পেইন্ট স্প্রে। নেইল পলিশের ঝামেলা এড়াতে সবাই নেইল পেইন্ট স্প্রে বেছে নিচ্ছে। অন্যান্য নেইলপলিশের মতো এই স্প্রেও তিন থেকে চার দিন স্থায়ী হয়ে থাকে।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমে নখের ওপর স্বচ্ছ নেইলপলিশ দিয়ে বেইজ দিয়ে নিন। যাতে স্প্রে করলে সেটি ফিক্সড থাকে। এবার এর ওপর একবার নেইল পেইন্ট স্প্রে করুন। এরপর আবার স্বচ্ছ নেইলপলিশ দিয়ে নেইল পেইন্টের ওপর এক লেয়ার দিন, যাতে পেইন্ট নষ্ট না হয়। স্প্রে করার সময় আঙ্গুলেও বেশ খানিকটা লেগে যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই। একটি বাটিতে হালকা গরম পানির মধ্যে সাবান মিশিয়ে হাত ভালো করে ঘষে পরিষ্কার করে ফেলুন। দেখবেন, পুরো হাত পরিষ্কার হয়ে শুধু নখের ওপরই কালার থেকে গেছে। এই স্প্রে ব্যবহারে আপনার নখ দেখতে অনেক ন্যাচারাল মনে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন