‘স্বপ্নজালের’ জন্য কলকাতায় পরী মণি

আবারও শুরু হয়েছে চলচ্চিত্র ‘স্বপ্নজালে’র শুটিং। এবার শুটিং হচ্ছে কলকাতায়। দীর্ঘ সাত মাস পর শুরু হলো ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং। শুটিংয়ে অংশ নিতে গত ২৫ তারিখ নায়িকা পরী, নবাগত নায়ক ইয়াশ ও অভিনেত্রী শিল্পী সরকার অপু কলকাতায় অবস্থান করছেন। টানা ১০ দিনের শুটিং শেষ আগামী ৬ তারিখ দেশে ফিরবেন নায়িকা পরী মণি। ছবিটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম।
এ বিষয়ে নায়িকা পরী মণি বলেন, ‘ছবির শুটিংয়ের জন্য গত ২৫ তারিখ আমি কলকাতায় এসেছি। ২৬ তারিখ থেকে শুটিং করছি। এখানে টানা ১০ দিন শুটিং করার কথা রযেছে। সব ঠিক থাকলে আগামী ৬ তারিখ ঢাকায় ফিরব।’
শুটিং নিয়ে পরী আরো বলেন, ‘এর আগে আমরা চাঁদপুরে টানা ২৪ দিন শুটিং করেছি। সেলিম স্যার অনেক দিন ধরে কাজ করেন। সেই হিসেবে এরই মধ্যে ছবি নিয়ে আমার মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করি ভালো একটি ছবি দর্শক পেতে যাচ্ছে। আমি শিল্পী হিসেবে গর্বিত এ ধরনের ছবিতে কাজ করতে পেরে। উত্তর কলকাতায় আমরা শুটিং করব, তা ছাড়া কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে।’
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি কলকাতায় এসেছি ২২ তারিখ। লোকেশন ঠিক করেছি, গেটাপের কিছু কাজ ছিল সেগুলো রেডি করেছি। ২৬ তারিখ থেকে শুটিং করছি। এর আগে আমি ছবির ৬৫ শতাংশ কাজ শেষ করেছিলাম। কলকাতায় ২৫ শতাংশ কাজ শেষ হবে। এরপর চাঁদপুরে আরেকটু শুটিং করলেই ছবির কাজ শেষ হবে বলে আশা করি।’
‘স্বপ্নজাল’ ছবিতে পরী ও ইয়াশ ছাড়া অভিনয় করছেন মিশা সওদাগর, ফারহানা মিঠু, ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, শাহেদ আলী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন