স্বপ্নের সারথী এখন সাব্বির
উইকেট যে ব্যাটিং সহায়ক নয়, তা এখন আর কারো অজানা নয়। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বোলাররাই দাপট দেখিয়েছে। একটু নির্দিষ্ট করে বললে, স্পিনাররাই ভুগিয়েছে ব্যাটসম্যানদের। প্রতি মুহূর্তেই পিচে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এমন প্রতিকূল অবস্থায় সফরকারীদের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে বুক চিতিয়ে দৃঢ়তা দেখিয়েছেন এই টেস্টে অভিষিক্ত ব্যাটসম্যান সাব্বির রহমান।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অন্য ব্যাটসম্যানরা যখন সেট হওয়ার পরও সাজঘরে ফিরে যাচ্ছেন, সেখানে সাব্বির বাংলাদেশের স্বপ্নের সারথি হয়ে আগলে রেখেছেন উইকেট। এই তরুণ অলরাউন্ডারই এখন বাংলাদের সব ভরসার স্থল। ম্যাচের পঞ্চম দিনে কিছুটা দৃঢ়তা দেখাতে পারলে হয়তো জয়ের উল্লাসে মেতে উঠবে লাল-সবুজের দল।
কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সাব্বিরের প্রশংসায় পঞ্চমুখ। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কঠিন চাপের মুখে সাব্বির যে অসাধারণ ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে, তা প্রশংসা করার মতো। তা ছাড়া সে সারদিনই মাঠে ছিল। শুধু সাব্বিরই নয়, ইমরুলসহ অন্য ব্যাটসম্যানরাও ভালো ক্রিকেট খেলেছে।’
কঠিন উইকেটের প্রসঙ্গ টেনে বাংলাদেশ কোচ আরো বলেন, ‘আমি যখন খেলেছি, এরপর যা দেখেছি- এর মধ্যে কঠিন উইকেটগুলোর মধ্যে একটি হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই ম্যাচের উইকেট। এমন উইকেটে মাথায় আঘাত পাওয়ার পরও সাব্বির যে মনোযোগ সহকারে ব্যাটিং করেছে, তার প্রশংসা করলে কমই বলা হবে।’
এই ম্যাচে চতুর্থ দিন শেষে সাব্বির ৫৯ রান অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ১১ রান নিয়ে আছেন তাইজুল ইসলাম এবং ব্যাট করতে নামনেনি পেসার শফিউল ইসলাম। ২৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৫৩ রান তুলেছেন আট উইকেট হারিয়ে। হাতে এখন পুরো একদিন বাকি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন