স্বপ্নে ভূত দেখেন? কেন জেনে নিন
কোনও অতৃপ্ত আত্মা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, দুষ্ট আত্মা চেষ্টা করছে আপনাকে ধরে মরপৃথিবীতে পুনরাগমনের ইত্যাদি ইত্যাদি বক্তব্য বিশেষ বিশেষ ‘তথ্যপ্রমাণ’-সহ তাঁরা বোঝাতে শুরু করে দেবেন।
‘নাইটমেয়ার অন দ্য এলম স্ট্রিট’ অথবা নিদেনপক্ষে আমাদের ঘরের ছবি রামগোপাল বর্মার ‘রাত’ ছবিটা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন দুঃস্বপ্নের হাত ঠিক কতটা লম্বা। প্যারানর্মালবাদীরা বলে যেতেই পারেন, দিনের পরে দিন স্বপ্নে ভূতদর্শন অথবা অজানা কিছুর ভয় তাড়া করে বেড়ানো দেখাটা মোটেই সুবিধের ব্যাপার নয়।
কোনও অতৃপ্ত আত্মা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, দুষ্ট আত্মা চেষ্টা করছে আপনাকে ধরে মরপৃথিবীতে পুনরাগমনের ইত্যাদি ইত্যাদি বক্তব্য বিশেষ বিশেষ ‘তথ্যপ্রমাণ’-সহ তাঁরা বোঝাতে শুরু করে দেবেন। ভৌতিক স্বপ্ন কেন দেখেন আর এর প্রকৃত অর্থই বা কী, জেনে রাখা ভাল এই অবসরে।
• স্বপ্নে যা কিছু দেখেন, তা-ই প্রতিকী। সুতরাং স্বপ্নে দেখা ভূত কখনওই প্রকৃত অর্থে ভূত নয়। তার ব্যঞ্জনা একবারেই আলাদা।
• মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা আর ‘ভূত’ দেখা মোটেও এক নয়। ‘ভূত’ অর্থে ভূত-ই। ভয়াল ভয়ঙ্কর ভূত।
• স্বপ্নে ভূত দেখে ভয় পাওয়ার অর্থ, আপনি কোনও বিষয়য়ের সম্মুখীন হতে ভয় পান। স্বপ্নে সেটাই ভূত হয়ে দেখা দেয়।
• ভূত তাড়া করেছে, এমন স্বপ্নের অর্থ নিরাপত্তাহীনতা হতে পারে।
• বার বার একই রকমের ভূতকে স্বপ্নে দেখলে এমনটা হতেই পারে, আপনার সমস্যাটিকে নিয়ে আপনি অবচেতনে ভেবেই চলেছেন।
আর এর বাইরে যদি উপরোক্ত সিনেমায় দেখানো দুঃস্বপ্ন আপনার ঘুমের পরিসরে হানা দিতে থাকে বার বার। তাহলে কিন্তু প্যারানরম্যাল ছাড়া গতি নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন