স্বপ্ন তো দেখেন, তার অর্থ জানেন? স্বপ্নে যৌনতার মানে কী?
অনেকে আবার বলেন, স্বপ্ন শুধুই সাদাকালো। কিন্তু রঙিন স্বপ্নও দেখা দেয়! স্বপ্ন দেখা ভাল। স্বপ্নই তো সাফল্য এনে দেয়। কিন্তু ঘুমের মধ্যে যে সব স্বপ্ন আসে তার মানে কী? কোনটা ভাল, কোনটা খারাপ?
স্বপ্ন নিয়ে গবেষণা কম হয়নি। কোন কোনও গবেষক বলেন, স্বপ্ন হচ্ছে অবদমিত মনের প্রতিফলন। কারও মতে স্বপ্ন অর্থহীন। অনেকে আবার বলেন, স্বপ্ন শুধুই সাদাকালো। কিন্তু রঙিন স্বপ্নও দেখা দেয়!
স্বপ্ন যা-ই হোক, লোকসংস্কৃতিতে স্বপ্ন অনুসারে রয়েছে অর্থও। আপনিও নিশ্চয়ই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন৷ তা হলে জেনে নিন আপনার কোন স্বপ্নের কী মানে।
যৌনতা:
স্বপ্নে কারও সঙ্গে যৌনতা বা ঘনিষ্ঠতা দেখলে বুঝবেন আপনি নিঃসঙ্গ বোধ করছেন। পরিচিত কেউ স্বপ্নে এলে বুঝবেন তাড়াতাড়ি সঙ্গী পাওয়া দরকার।
সাপ:
স্বপ্নে সাপ মানে আপনি কাউকে শত্রু ভাবছেন। সাপ মেরে ফেলতে দেখা মানে শত্রুকে পরাস্ত করতে পারবেন। সাদা সাপ স্বপ্নে এলে সেটা সৌভাগ্য ও বংশবৃদ্ধির লক্ষণ।
মাছ:
এটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে যদি স্বপ্নে যদি মাছ ধরেন, তাহলে অর্থপ্রাপ্তি হবে। আর মাছ ফস্কে গেলে টাকা এসেও ফস্কে যাবে।
গাছ:
যদি দেখেন বাগানে ফলে ভরা গাছ তবে ধনসম্পত্তি লাভ। আর গাছ থেকে নিজেই ফল পাড়ছেন দেখলে বুঝবেন নগদ অর্থ প্রাপ্তি হবে।
গরু:
স্বপ্নে যদি দেখেন আপনার নিজের গরু রয়েছে তার মানে ধনসম্পত্তি প্রাপ্তি হবে। আর গরু মৃত হত তাহলে সম্পদ হাতছাড়া হবে।
বিড়াল:
স্বপ্নে যদি বিড়াল দেখন তবে সাবধান হতে হবে। বাড়িতে চুরির ভয় থাকে। তবে বিড়াল যদি কোলে বসে থাকে তবে সন্তানলাভ হয়।
নগ্নতা:
নিজেকে যদি নগ্ন অবস্থায় দেখেন তবে সেটা সম্মানহানির আভাস। অন্য কাউকে নগ্ন দেখার মানে আপনার কাছে তার সম্মানহানি।
আগুন:
আগুনের স্বপ্ন দেখলে শরীর খারাপ হয়। বিশেষ করে পেটের গোলমাল। আপনার মনের মধ্যে কোনও বিপদের ভয় থাকলেও এমনটা হয়।
পতন:
আপনি কর্মক্ষেত্র হতাশায় ভুগছেন। আপনার মন বিষণ্ণতায় ভুগছে। উপর থেকে নীচে পড়ে যাওয়ার অর্থ কোনও কিছুতে অবনতি হবে।
পানিতে ডুবে যাওয়া:
স্বপ্নে পানিতে ডুবে যাওয়া মানও মনে অবসাদ আছে। বিপদের ভয় আছে। তবে যদি নিজেকে বৃষ্টিতে ভিজতে দেখেন তবে নতুন কিছু পাবেন।
এবার বিশ্বাস বা অবিশ্বাস আপনার হাতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন