স্বপ্ন পূরণ হলো টাইগার সাইফুদ্দিনের

পাড়ার ক্রিকেটে খেলার সময় থেকেই মাশরাফিকে আদর্শ মেনে বড় হয়েছেন সাইফুদ্দিন। স্বপ্ন ছিল মাশরাফির দলে খেলার। গত বিপিএলে সেই স্বপ্নও পূরণ হয়েছে তরুণ এই অলরাউন্ডারের। বিপিএলের পর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করায় জাতীয় দলের ডাকও পেয়ে যান সাইফুদ্দিন। তবে মূল দলে জায়গা পাবেন কি না সেটা নিয়ে সংশয় ছিল।
সব সংশয়কে দূরে ঠেলে প্রথম টি-টোয়েন্টির সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ফেনীর ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। প্রেমাদাসার পেস সহায়ক উইকেটের কথা চিন্তা করেই সাইফুদ্দিনকে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আর এই কারণেই টি-টোয়েন্টি অভিষেক পিছিয়ে গেল মেহেদী হাসান মিরাজের। টেস্ট ও ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেন মিরাজ। তাই অনেকের ধারণা ছিল, প্রথম ম্যাচেই হয়তো টি-টোয়েন্টি অভিষেকটাও হয়ে যাবে এই অলরাউন্ডারের। তবে অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মিরাজের আগেই অভিষেক হলো একই দলে তাঁর দলে অন্যতম সেনানী সাইফুদ্দিনের।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিরাজের মতো আলো ছড়ান সাইফুদ্দিনও। বল হাতে ১৪.৯২ গড়ে ১৩ উইকেট নেন এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৪৮ গড়ে নিয়েছেন ৩১ উইকেট আর সাতটি লিস্ট ‘এ’ ম্যাচে সাইফুদ্দিন নিয়েছেন ১১ উইকেট। কেবল বল হাতেই ব্যাটিংয়েও কম যান না তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় প্রায় ৩৫! হাফ সেঞ্চুরি করেছেন ছয়টি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও একটি অর্ধশতক রয়েছে সাইফুদ্দিনের নামের পাশে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন