স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘আবোলতাবোল’ বলেছে ইসরাইল
বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে ইসরাইলি সংযোগ সম্পর্কিত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ইসরাইল ‘আবোলতাবোল কথা’ হিসেবে উল্লেখ করেছে বলে জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নেহশন বিবিসিকে বলেন, ওই বক্তব্য ‘পুরোপুরি আবোলতাবোল কথা’।
বিবিসির ওই অনলাইন প্রতিবেদনে বলা হয়: বাংলাদেশে সম্প্রতি ব্লগার এবং সংখ্যালঘুদের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে ইসরাইলি সংযোগের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের একটি বিরোধী রাজনৈতিক দলের এক নেতা ইসরাইলের গোয়েন্দা সংস্থার এক এজেন্টের সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রমাণ আছে।
‘তিনি অবশ্য এর বাইরে কোন প্রমাণ দেননি এবং ইসরাইল ওই বক্তব্যকে আবোলতাবোল কথা হিসেবে উল্লেখ করেছে,’ বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটিতে একথাও বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠের বাংলাদেশ সরকারিভাবে ধর্মনিরপেক্ষ এবং ইসরাইলের সঙ্গে এর কোন কূটনৈতিক সম্পর্ক নেই।
বিবিসির প্রতিবেদনে বিবিসি বাংলার সম্পাদক ওয়ালিউর রহমানের একটি বিশ্লেষণও প্রকাশ করা হয়েছে। বিশ্লেষণে তিনি বলেন, ইসরাইলের যেকোন নিন্দা অবশ্যাম্ভাবীভাবে বাংলাদেশের মানুষের বড় অংশকেই খুশি করে। এর কারণ বাংলাদেশের মানুষ প্যালেস্টাইনিদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। যেকোন রাজনৈতিক দলের জন্য ইসরাইলের নিন্দা তাই কিছু সুবিধা নিয়ে আসে।
‘কিন্তু, বিশেষ করে একের পর এক হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিকভাবে কিছু সমালোচনামূলক প্রশ্নের মুখোমুখি হচ্ছে,’ উল্লেখ করে ওয়ালিউর রহমান বলেন, এখন পর্যন্ত মাত্র একটি হত্যাকাণ্ডের বিচার হয়েছে।
তিনি বলেন: একদিকে বাংলাদেশ সরকার তার উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে। অন্যদিকে, ইসলামী জঙ্গি গোষ্ঠিগুলো তাদের শক্তি বাড়ানোর পাশাপাশি নিয়মিত যে জায়গায় আঘাত করছে সেটি হলো রাষ্ট্রের এক মূলভিত্তি- ধর্মনিরপেক্ষতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন